অভয়নগরে ফরিদ চেয়ারম্যান তারু-মিনারা ভাইস চেয়ারম্যান নির্বাচিত 

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  07:24 PM, 01 April 2019

অভয়নগর (যশোর) প্রতিনিধি: অভয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলেন নৌকার প্রার্থী শাহ্ ফরিদ জাহাঙ্গীর। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন টিউবওয়েল প্রতীকের আক্তারুজ্জামান তারু ও ফুটবল প্রতীকের মিনারা পারভীন। রবিবার রাতে উপজেলা নির্বাচন অফিস থেকে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মোট ৭৩টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী নৌকা প্রতীকের শাহ্ ফরিদ জাহাঙ্গীর পেয়েছেন ৪১ হাজার ৫৫৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আনারস প্রতীকের রবিন অধিকারী ব্যাচা পেয়েছেন ৩৬ হাজার ৯৫৭ ভোট। ভোটের ব্যবধান ৪ হাজার ৫৯৬ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) টিউবওয়েল প্রতীকের আক্তারুজ্জামান তারু পেয়েছেন ৩৩ হাজার ৭৪৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি টিয়াপাখি প্রতীকের আব্দুর রউফ মোল্যা পেয়েছেন ২২ হাজার ৯৪২ ভোট। ভোটের ব্যবধান ১০ হাজার ৮০২ ভোট। ভাইস চেয়ারম্যান (মহিলা) হিসেবে ফুটবল প্রতীকের মিনারা পারভীন পেয়েছেন ৩৬ হাজার ৭০৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি হাঁস প্রতীকের সাফিয়া খানম পেয়েছেন ৩১ হাজার ৬২০ ভোট। ভোটের ব্যবধান ৫ হাজার ৮৫ ভোট।
উল্লেখ্য, এবারের নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শাহ্ ফরিদ জাহাঙ্গীর। তাঁর প্রতিপক্ষ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন আনারস প্রতীক নিয়ে রাজঘাট-নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচা।

খুলনা বিভাগ

আপনার মতামত লিখুন :