অভয়নগরে টিকে রইলেন নৌকার প্রার্থী:দু’জনের আপিলের প্রস্তুতি

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  08:40 PM, 10 March 2019

অভয়নগর (যশোর) প্রতিনিধি: আগামী ৩১ মার্চ অভয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শাহ্ ফরিদ জাহাঙ্গীর একক প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে টিকে রইলেন। বাদ পড়লেন জাতীয় পার্টির মোস্তফা ফারুক আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী রবিন অধিকারী ব্যাচা। পড়ুন>>>২৮  কেন্দ্রে ভোট স্থগিত
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান নূরল হক মোল্যা, আওয়ামী লীগ মনোনীত শাহ্ ফরিদ জাহাঙ্গীর, জাতীয় পার্টির মোস্তফা ফারুক আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে রবিন অধিকারী ব্যাচা মনোনয়পত্র দাখিল করেছিলেন। পরবর্তীতে বর্তমান উপজেলা চেয়ারম্যান নূরল হক মোল্যা তার প্রার্থীতা প্রত্যাহার করেন। যাচাই-বাছাইয়ে মোস্তফা ফারুক আহমেদ ও রবিন অধিকারী ব্যাচার মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। মনোনয়ন ফিরে পেতে আপিল করেন রবিন অধিকারী ব্যাচা ও মোস্তফা ফারুক আহমেদ। রোবিবার জেলা নির্বাচনী রিটার্নিং অফিসারের কার্যালয়ে ছিল আপিল শুনানির দিন। এদিনও তাদের দুইজনের মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেন রিটার্নিং অফিসার। ফলে অভয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একক ভাবে টিকে থাকলেন আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী শাহ্ ফরিদ জাহাঙ্গীর। অপরদিকে আপিল শুনানিতে টিকে গেলেন ভাইস চেয়ারম্যান পদে বিপুল শেখ ও মিনারা পারভীন। অভয়নগরে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯৪ হাজার ৪ শত ৩৯ জন। মোট ভোট কেন্দ্র ৭৩টি।

খুলনা বিভাগ

আপনার মতামত লিখুন :