অভয়নগরে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

এবিসি নিউজ>এবিসি নিউজ>
  প্রকাশিত হয়েছেঃ  04:04 AM, 30 April 2023
ইজিবাইক উদ্ধার

যশোর জেলার অভয়নগরে চালকের হাত-পা বেঁধে মৎস্য ঘেরে ফেলে দিয়ে ইজিবাইক ছিনতাই করে নিয়ে গেছে একদল দুস্কৃতিকারী। স্থানীয়রা টের ইজিবাইক চালককে উদ্ধার করে মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। তার নাম নুরনবী (১৬)। সে মণিরাপুর উপজেলার খানপুর গ্রামের নূর ইসলামের ছেলে। এখন পর্যন্ত খোয়া যাওয়া ইজিবাইক ও ছিনতাইকারীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।

 

জানা যায়, গত ২৮  এপ্রিল রাত ৮টার দিকে ইজিবাইক চালক নুরনবী যশোরের মনিরামপুর উপজেলার কালীবাড়ি রোডে ভাড়ার অপেক্ষায় বসেছিলেন। এ সময় ২ জন মেয়ে ও ২ জন ছেলে ইজবাইক ভাড়া করে অভয়নগরে যাবার কথা বলে রওনা দেয়। সুন্দলী নামক স্থানে পৌঁছে নিজেরাও ক্ষুধার্ত দাবি করে জুস খায় এবং ইজিবাইক চালককে জুস পান করায়। কিন্তু ইজিবাইক চালকের জুসে চেতনানাশক ওষুধ মেশানো ছিল। সে অচেতন হয়ে পড়লে তার হাতপা ও মুখ বেঁধে মাছের ঘেরে ফেলে দিয়ে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয় এলাকাবাসী নুরনবীকে উদ্ধার করে স্থানীয় সুন্দলী বাজারে প্রাথমিক চিকিৎসা দেয়। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বিষয়টি জানাজানি হলে নুরনবীর পরিবারের বিষয়টি মণিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দেন। পুলিশের দাবি ইজিবাইক উদ্ধার ও ছিনতাইকারীদের আটকে অভিযান চালাচ্ছে। ঘটনাটি ঘটে ২৮ এপ্রিল। তবে এখন পর্যন্ত পুলিশ ইজিবাইক উদ্ধার করতে পারেনি। ছিনতাইকারীচক্রটিও রয়েছে ধরা-ছোঁয়ার বাইরে।

আপনার মতামত লিখুন :