অভয়নগরে আন্তঃ কলেজ ফুটবলে চ্যাম্পিয়ন আল-হেরা কলেজ

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  08:53 PM, 21 March 2019

অভয়নগর (যশোর) প্রতিনিধি: অভয়নগরে আন্তঃ কলেজ ফুটবল (ছাত্র) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে যশোরের হামিদপুর আল-হেরা কলেজ। বৃহস্পতিবার বিকালে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় মাঠে ‘গ’ অঞ্চলের আঞ্চলিক পর্বের এই ফাইনাল খেলায় হামিদপুর আল-হেরা কলেজ ৫-১ গোলে ঝিনাইদহের সরকারি মাহাতাবউদ্দিন ডিগ্রি কলেজকে পরাজিত করে।
সেরা খেলোয়াড় বিজয়ী দলের ৭নং জার্সিধারী সুমন ও ১১ গোল করে সেরা গোলদাতার পুরস্কার গ্রহণ করের একই দলের ১১নং জার্সিধারী স্বাধীন।
ফাইনাল খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক নূরে আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুজ্জামান। আমন্ত্রিত অতিথি ছিলেন নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল গনি সরদার ও নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি আতাউর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ে অধ্যক্ষ রবিউল হাসান।
গত ১৮ মার্চ যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরিচালনায় ও নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের ব্যবস্থাপনায় আন্তঃ কলেজ ফুটবল (ছাত্র) প্রতিযোগিতা শুরু হয়। ‘গ’ অঞ্চলের আঞ্চলিক পর্বের এ প্রতিযোগিতায় মোট ২৪টি কলেজ অংশগ্রহণ করে।

খেলা

আপনার মতামত লিখুন :