অন্তরালে…মমতাজ পারভীন লিপি

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  07:41 PM, 09 March 2019

আমার সমস্ত প্রেম আমার বিশ্বাস
আমার সমস্ত সৃষ্টি কিংবা উচ্ছ্বাস
ভালোলাগা কিংবা ভালোবাসার অপূর্ব বিন্যাস
যাই বলি বেদনার সাগরে ডুবে ডুবে
শুধুই প্রার্থনায় সাজি।
চোখ চেয়ে রয় আকাশ পানে
হয় যদি স্বপ্ন পূরণ এক মিরাকলে
যদি বলি বিন্দু বিন্দু রেণু কণার ছায়ায়
তার অদৃশ্য ছোঁয়ায়
আমার স্মৃতিরা ভাসে লুকিয়ে
আমার পরিচয় আমার নামকরণ
তাঁর দিয়ে তাঁর থেকে তাঁর হাতে।
যদি বলি খরের নরম গাদায়
শত রঙের ফুলের শয্যা দেখি
যদি বলি ধুলোয় ডুবে যাওয়া পায়ের নূপুরে
মৃদু শব্দের তালে কবিতার ছন্দ লিখি
যদি বলি নতুন কনের চোখে মধ্য মণিতে
জীবন্ত মানবের সাজানো চিতা দেখি
বধূর সে শূন্য সিঁথি আলোর প্রতিফলনে
আমি আমার আমাকে দেখি
যদি বলি কুয়াশায় জড়ানো নুয়ে থাকা গমের পাতায়
সর্বাঙ্গে আমার শত বর্ষের অপেক্ষা দেখি
যদি বলি ক্লান্ত পথিকের চেয়ে থাকা পথে                      পড়ুন>>>বিশ বছর পর……
হতাশ সে দৃষ্টিতে দুর্নিবার গতি দেখি
যদি বলি প্রজাতির ছিটেফোঁটা রঙের ছটায়
আমার প্রিয় রঙে প্রিয়কে খুঁজি
উড়ন্ত সাদা বকের ডানায় আমার প্রেম ছড়ায়
নরম রোদ্র আর শান্ত বাতাসে দোলানো সরিষা বনে
আমার প্রিয়ের সেই ঘ্রাণ ভাসে, তাঁর প্রীতিকে দেখি
যদি বলি পড়ে থাকা চকলেটের মোড়কে
আমি আমার হারানো বন্ধুত্ব খুঁজি
বাচ্চাদের চেটে খাওয়া চকলেটের মধ্যে
আমার ভালোবাসার স্বাদ খুঁজি
গালে লেগে থাকা চকলেটের রঙ রসে
আমি আমার আমাকে দেখি
চুমু খেয়ে অকপটে শিশুর গাল, ঠোঁটে
নিষিদ্ধ শহর পেরিয়ে অতীত খুলে বসি
সমস্ত লোক চক্ষুর অন্তরালে
আধারকে মুঠোয় বন্দি রেখে
আমি আমার আমাকে দেখি
আমি তাঁর তাকে খুঁজি।।

০৯•০২•২০১৯

রংপুর বিভাগ

আপনার মতামত লিখুন :